Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনার হটস্পট এখন ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের (কভিড-১৯) হটস্পট এখন ভারত। দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে রয়েছে দেশটি। সেখানে প্রতিদিন সরকারি হিসাবে ৮০ হাজারের বেশি রোগী আক্রান্ত হচ্ছেন আর মারা যাচ্ছেন হাজারের বেশি মানুষ। দৈনিক সংক্রমণে দেশটির ধারেকাছেও নেই এখন কোনো দেশ। এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

সোমবার (৭ আগস্ট) রাত ১ টায় ওয়ার্ল্ডোমিটারের শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে করোনা শনাক্ত হয়েছে ৮৬ হাজার ৭২৪ জনের। মারা গেছেন ১ হাজার ৬০ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬০৭ জন আর ২২৩ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী, একদিনে এক হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। রেকর্ড ৯০ হাজার ৬০০ জনের শনাক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কিছুটা কমেছে প্রাণহানি। একই সময়ে যুক্তরাষ্ট্রে ৭০৭ এবং ব্রাজিলে ৬৪৬ জনের মৃত্যু হয়েছে দেশ দু’টিতে।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৮ লাখ ৮৬ হাজার। মোট আক্রান্ত ২ কোটি ৭২ লাখ ২৮ হাজারের উপর। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৯ হাজার। এর মধ্যে ভারতে মোট মৃত্যু ৭১ হাজার ৭শ’ ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৪২ লাখ ৩ হাজারের কাছাকাছি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন