জেলেনস্কি আজ জাতিসংঘে ভাষণ দেবেন

আন্তর্জা‌তিক ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আজ ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে একটি ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। খবর বিবিসির।

এ সময় তিনি ইউক্রেনীয় জনগণের উদ্দেশ্যে বলেন, এ ভাষণ হবে কিয়েভের স্বার্থে, বুচায় বেসামরিক মানুষদের হত্যার মুক্ত ও স্বচ্ছ তদন্ত জন্য।

জেলেনস্কি আরও বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে আমরা সবচেয়ে সম্পূর্ণ, স্বচ্ছ তদন্তে আগ্রহী, যার ফলাফল সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে কাছে জানানো এবং ব্যাখ্যা করা হবে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এরই মধ্যে আজ রুশ বাহিনীর এই অভিযান ৪১তম দিনে গড়িয়েছে। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়ে রুশ সেনারা। তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায়। অবশেষে সেখান থেকে পিছু হঁটে রুশ বাহিনী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন