মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইমরা‌নের অ‌ভি‌যো‌গের জবা‌বে যা বল‌ছে বি‌রোধীরা

আন্তর্জা‌তিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন তার বিরোধী রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ডন।

ইমরান খান তার বিরুদ্ধে হওয়া অনাস্থা প্রস্তাবের জন্য বিদেশী শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে মূখ্য বলে জানিয়েছেন। এরপরেই ইমরানের এমন দাবির বিষয়ে সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টির নেতারা। তারা ইমরানকে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন।

ইমরানের ভাষণে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিষয়ে বক্তব্য থাকায় পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা খাজা আসিফ বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। ’

তবে মার্কিন ষড়যন্ত্রের বিষয়ে কথা বলার জন্য ইমরান খানকে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন খাজা আসিফ। এ বিষয়ে তিনি বলেন, পাকিস্তান ও তার অর্থনীতির জন্য ইমরান খান হুমকি স্বরূপ।

পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির জন্য তিনি ইমরান খানকে দোষারোপ করে বলেন, পাকিস্তানের অর্থনীতি এখন এমন খারাপ অবস্থায় আছে যে জ্বালানি তেল কিনতে সমস্যায় পড়বে দেশটি।

ইমরানের মার্কিন ষড়যন্ত্র ইস্যুতে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ বলেন, ক্ষমতায় টিকে থাকতে পাকিস্তানকে ব্যবহার করছেন ইমরান খান। নিজের হতাশা ও নিরাশার বশবর্তী হয়ে তিনি পাকিস্তানের কূটনীতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছেন।

এছাড়া ইমরান খানকে এমন বিবৃতি দানের ক্ষেত্রে নিষিদ্ধ করারও দাবি তুলেন শাহবাজ শরিফ। তার মতে ইমরান খান বিরোধী দলগুলোর নেতাদের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলেছেন।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেন, তিনি সাবেক কোনো (ইমরান খান) প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন না। তার অভিযোগ পাকিস্তানকে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) গোলাম বানিয়েছেন ইমরান খান। তিনি পাকিস্তানের কাশ্মির নীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন।

সূত্র : ডন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন