Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বে আরও প্রায় ৬ হাজার মৃত্যু, শনাক্ত তিন লাখের কাছাকাছি

সারাবিশ্বে আরও ৫ হাজার ৮৮৬ জনের প্রাণ কেড়ে গেল করোনাভাইরাসে। নতুনভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ ৮৬ হাজার। ফলে, মোট প্রাণহানি ৮ লাখ ৭২ হাজার ছাড়ালো। একইসাথে, মোট আক্রান্ত দুই কোটি ৬৫ লাখের মতো।

এদিকে, দৈনিক মৃত্যু আর সংক্রমণে আবারও শীর্ষে ভারত। দেশটিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেকর্ড ৮৪ হাজারের বেশি মানুষের শরীরে মিললো কোভিড-১৯; মারা গেছে এক হাজার ৮৩ জন। সবমিলিয়ে ভারতবর্ষে সাড়ে ৬৮ হাজার মানুষের মৃত্যু হলো করোনায়।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে দৈনিক সংক্রমণ শনাক্ত ছিলো ৪৪ হাজারের বেশি। কিন্তু, চতুর্থ দিনের মতো হাজারের ওপর মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ব্রাজিলে ২৪ ঘণ্টার হিসাবে মৃত্যুর রেকর্ড অনেক কম, ৮৩০ জন। মেক্সিকোয় ৫৭৫ জন কোভিড নাইনটিনে প্রাণ হারিয়েছেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন