শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

রা‌তে এলাকাবাসীর বিক্ষোভের মুখে আ‌নি‌সের লাশ তুল‌তে পা‌রে‌নি পুলিস ও বিডিও বাহিনী

কলকাতা প্রতিনিধি

কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিসের লাশ কবর থেকে রাতের অন্ধকারে পুলিশ ও বিডিও বাহিনী তুলতে গেলে হাওড়ার আমতাবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিস ও বিডিও বাহিনী।

গ্রামবাসীদের বক্তব্য, রাতের অন্ধকারে পুলিশ আসবে কেন? কেনই বা পুলিশ আনিসের পরিবারকে সঙ্গে নেবে না? নিজের মন মতো করে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করে প্রমাণ লোপাট করতে চাইছে পুলিস।পুলিস সবসময় প্রমাণ করতে চাইছে যে, আনিস তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।পুলিসের এই আচরণে গোটা এলাকা বুমেরাং হয়ে গেছে। আনিস খুনের ঘটনা এখন মমতা সরকারের নাগালের বাইরে । চারিদিকে মানুষের মনে ক্ষোভ আর ক্ষোভ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন