মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

হোয়াইট হাউস ৬.৪ বিলিয়ন ডলার দিতে চায় ইউক্রেনকে

আন্তর্জা‌তিক ডেস্ক

চলমান সংকট মোকাবিলায় ইউক্রেনকে সহায়তার জন্য ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার দিতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস। এমন একটি প্রস্তাব অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। এর মাঝে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার খরচ করা হবে নিরাপত্তা ও মানবিক সহায়তায়। বাকি সাড়ে তিন বিলিয়ন ডলার খরচ করা হবে প্রতিরক্ষা বিভাগের জন্য।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তবে এ সাহায্য কীভাবে করা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটো জানিয়েছে তারা সরাসরি এই যুদ্ধে জড়াবে না।

এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনারা হামলা শুরুর পর থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে দেশটির ৫০ হাজারের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের অধিকাংশই পার্শ্ববর্তী পোল্যান্ড এবং মলদোভায় আশ্রয় নিয়েছেন।

হাইকমিশনার ফিলিপ্পো এক টুইট বার্তায় আরও লিখেছেন, সীমান্ত খোলা রেখে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য দেশগুলোর সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন