Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বজুড়ে করোনায় ৮ লাখ ৬০ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৮00 মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। মোট মৃত্যু ৮ লাখ ৬০ হাজারের বেশি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজারের বেশি। মোট আক্রান্ত ৬ কোটি ২৫ লাখের ওপর।

দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১১৬৬ মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। ১১৩৩ মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে।

দৈনিক প্রাণহানিতে কাছাকাছি অবস্থানে ভারতও। এক হাজার ২৫ জনের মৃত্যুর পর সেখানে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৬ হাজার। মেক্সিকোয় কিছুটা কমেছে প্রাণহানি। বেড়েছে কলম্বিয়ায়। চারশ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে দেশটিতে।

মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৫৩ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৮ লাখ ৪৬ হাজার ১২৬ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৫৫৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৮১ লাখ ৯১ হাজার ১৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে  ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৬১ হাজার ১৩৬ জন রোগী মারা গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন