মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাবুল সুপ্রিয়র ওপর হামলা

আন্তর্জা‌তিক ডেস্ক

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সাবেক মন্ত্রী ও তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়র ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার গোয়ায় ভোটের প্রচারের সময় তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ঘটনার পর টুইটবার্তায় বাবুল লেখেন, ‘গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাকর্মীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’’

বাবুল জানান, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে সেখানে। তবে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি।

টুইটারে বাবুল আরও লেখেন, ‘মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই দুষ্কৃতীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু ততক্ষণে পুলিশ চলে এসেছে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন