Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভারতে একদিনে সর্বোচ্চ ৮০ হাজার করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের একমাত্র দেশ হিসেবে একদিনে করোনায় নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ৮০ হাজার পার হল ভারতে। দিনের হিসেবে রবিবারও (৩০ আগস্ট) প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ছিল দেশটি।

মহামারির ৮ মাসে প্রথমবার একদিনে রেকর্ড ৮০ হাজার ৯২ জনের দেহে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে ভারতে। ৪ কোটির বেশি নমুনা পরীক্ষায় মোট পজেটিভ ৩৬ লাখের বেশি। ২৪ ঘণ্টায় মারা গেছেন সাড়ে ৯শ’র বেশি মানুষ। মোট প্রাণহানি ৬৪ হাজার ৬১৭। শুধু চলতি মাসেই প্রাণহানি হয়েছে ২৮ হাজারের বেশি। গেলো এক সপ্তাহে মৃত্যুহার ১ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশ ছুঁই ছুঁই। সংক্রমণের হারও তিন গুণ বেড়ে ১৩ দশমিক ১ শতাংশ হয়েছে।

মোট মৃত্যুর ২৮ শতাংশই হয়েছে মহারাষ্ট্রে। নতুন সংক্রমণের কেন্দ্রে আরও আছে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও জম্মু-কাশ্মির।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন