Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পেরুর নাইটক্লাবে অভিযান, পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

পেরুতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নীতিমালা লঙ্ঘন করে একটি নাইটক্লাবে জড়ো হওয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পদপিষ্ট হয়ে ১৩ জন মারা গেছে। আর আতঙ্কের খবর হলো- মারা যাওয়া ১৩ জনের ১১ জনই করোনা আক্রান্ত ছিলেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গতকাল রোববার (২৩ আগস্ট) পেরুর রাজধানীর ‘থমাস রেস্টোবার’ নামের নাইটক্লাবে পার্টি চলছিল। এ পার্টিতে ১২০ জনেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। দেশটির করা করোনা নীতিমালা ভেঙে পার্টি করায় সেখানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানে আতঙ্কিত হয়ে নাইটক্লাবে উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৩ জন নিহতের পাশাপাশি আরও তিনজন আহত হয়েছে। নাইটক্লাবটি থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, তারা অভিযানের সময় কোনো অস্ত্র বা কাঁদানে গ্যাস ব্যবহার করেনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন