Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৫ হাজারের বেশি, শনাক্ত আড়াই লাখ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ৭ হাজার। একদিনে আড়াই লাখ মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ কোটি ৩৩ লাখের বেশি।

এদিকে দৈনিক মৃত্যুর হিসেবে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে সাড়ে ৯শ’ মানুষের প্রাণ গেছে একদিনে। কিছুটা কমে ৪৩ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে রোববার।

এছাড়া ভারতে আরও ৯১৮ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৪৬ জনে। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ৭০ হাজারের বেশি। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৩০ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন।

ব্রাজিলে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ৮২৩, করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৬ হাজারের বেশি। তবে প্রাণহানি কমেছে মেক্সিকোতে। একদিনে ৫ শতাধিক মৃত্যু হয়েছে করোনাভাইরাসে, সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন