ভারতে পূজা মণ্ডপে গুলিবর্ষণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় দুর্গাপূজার মণ্ডপে গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার।

পুলিশ জানায়, বুধবার (১৩ অক্টোবর) রাত ১০টা নাগাদ অযোধ্যার কারখানা এলাকার একটি দুর্গাপূজা
মণ্ডপে দুইটি বাইকে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। আহত হয় তার পাশে থাকা দুই কিশোরী ও এক তরুণ।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন