কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব

কলকাতা প্রতি‌নি‌ধি

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। এতদিন তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ জিন্দালকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হল। ভারত সরকারের কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা ভারতের ১০ হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও বদলি করা হয়েছে বলে ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরো বলা হয়েছে যে, অনেকদিন থেকেই প্রধান বিচারপতিদের পদও খালি ছিল।সেগুলিতেও নিয়োগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্ণাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মাকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি আরভি মালিমাথকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আরম্ভিকে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন