আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে দুর্বার আন্দোলনের সূচনা শিক্ষার্থী‌দের

কলকাতা প্রতিনিধি

আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, জালিয়াতি, অবৈধ নিয়োগ ও চলমান সঙ্কট নিয়ে এবার দুর্বার আন্দোলনের সূচনা করল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

সোমবার তারা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে যে সঙ্কট কাটাতে রাজ্যসরকার ও বিশ্ববিদ্যালয়কে আন্তরিকভাবে উদ্যোগ নিতে হবে।নইলে আন্দোলন গণআন্দোলনের চেহারা নেবে।

আন্দোলনের সূচনার দিনে ছাত্র- ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসে সমবেত হয়ে সোমবার যে দাবিগুলি জানিয়েছে সেগুলি হল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের যেসব দুর্নীতি, জালিয়াতি ও সঙ্কট তৈরি হয়েছে তা দ্রুত ফয়সালা করতে হবে, দুর্নীতির তদন্ত অবিলম্বে বের করতে হবে, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নয়ন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, আলিয়ার জায়গা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে দেওয়া চলবে না।

আন্দোলনের সূচনা দিন থেকেই প্রাক্তন ছাত্রছাত্রীরাও যোগ দিয়েছেন। পার্কসার্কাস ক্যাম্পাসে এদিন তালতলা ও রাজারহাট নিউটাউন ক্যাম্পাসের ছাত্রছাত্রীরাও যোগ দেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন