Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্ব একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু, শনাক্ত আড়াই লাখ

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারও সাড়ে ৬ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো বিশ্ব। ২ লাখ ৫৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে।

কোভিড নাইনটিনে মোট প্রাণহানি ৭ লাখ ৯০ হাজার ছুঁইছুই। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ২৫ লাখ ৫৬ হাজারের কাছাকাছি।

আবারও দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১২0 ৯ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭শ’র বেশি। ব্রাজিলে একদিনে ভাইরাসে প্রাণ গেছে ১১৭০ জনের।

প্রাণহানির তালিকায় এরপরই ভারত। ৯৮০ জনের মৃত্যুর পর দেশটির মোট প্রাণহানি ৫৪ হাজার। দৈনিক সংক্রমণের শীর্ষে দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মেক্সিকোয় ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৭৫১ জনের।

এ ভাইরাসে সারাবিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ২৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৮২ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৭৬২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩০ লাখ ৬২ হাজার ৩৩১ জন, ব্রাজিলে ২৬ লাখ ১৫ হাজার ২৫৪, ভারতে ২০ লাখ ৯৬ হাজার ৬৮, রাশিয়ায় সাত লাখ ৪৯ হাজার ৪২৩, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৯১ হাজার ৪৪১, পেরুতে তিন লাখ ৭৪ হাজার ১৯, চিলিতে তিন লাখ ৬৪ হাজার ২৮৫, মেক্সিকোতে তিন লাখ ৬৭ হাজার ৫৩৭, ইরানে তিন লাখ দুই হাজার ৫২৮, পাকিস্তানে দুই লাখ ৭২ হাজার ১২৮, সৌদি আরবে দুই লাখ ৭৪ হাজার ৯১, তুরস্কে দুই লাখ ৩৩ হাজার ৯১৫,  তালিতে দুই লাখ চার হাজার ৫০৬, জার্মানিতে দুই লাখ তিন হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৬৫ হাজার ৭৩৮, কাতারে এক লাখ ১২ হাজার ৬৫৮, কানাডায় এক লাখ ৯ হাজার ৮২২, ফ্রান্সে ৮৪ হাজার ৬৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৭৪৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬৯ হাজার ৭৭১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ২২, সিঙ্গাপুরে ৫২ হাজার ৮১০, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৬৩, অস্ট্রেলিয়ায় ১৫ হাজার ২৬৪ ও মালয়েশিয়ায় আট হাজার ৯২৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৯০ হাজার ৭৮৮ জন রোগী মারা গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন