শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কাবুলে ড্রোন হামলায় নিহতরা বেসামরিক, মার্কিন জেনারেলের ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট মাসের শেষদিকে আফগানিস্তানের কাবুলে একটি ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। হামিদ কারজাই বিমানবন্দরে ইসলামিক স্টেট খোরাসানের (আইএসকে) হামলার পরই ওই ড্রোন হামলা চালানো হয়। তখন সেই ঘটনায় কয়েকজন জঙ্গি মারা গেছে- এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তারা সুর পাল্টে ফেলেছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্ল্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, ড্রোন হামলায় যারা মারা গিয়েছিল তারা আইএসকেপির সঙ্গে যুক্ত ছিল বলে মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, সেই হামলায় সাতজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মর্মান্তিকভাবে নিহত হয়েছে। এটি একটি ভুল ছিল। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও হামলার শিকারদের জন্য সমবেদনা জানিয়েছেন। তিনি ওই হামলার তদন্তের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার কথা ঘোষণা করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন