রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

একটি চ্যারিটি সংস্থার ভ্রমণ ব্যয় পরিশোধে ব্যর্থ হওয়ার ঘটনায় তদন্তের জেরে পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও।
সোমবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন তিনি।

উই নামে একটি চ্যারিটির কাজ দেখতে বিদেশ যান বিল মোর্নিয়াও। কিন্তু সেই অর্থ পরিশোধ না করায় ব্যাপক সমালচনার মুখে পড়েন তিনি। সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্টতার জেরে তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও।

এর আগে, কানাডার লিবারেল পার্টি সাংসদের পদ থেকে সরে যাওয়ার আশ্বাস দেন বিল মোর্নিয়াও। ২০১৫ সাল থেকে জাস্টিন ট্রুডোর সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন