বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

অস্ত্রোপচারের এক সপ্তাহ পরেও সঙ্কটজনক প্রণব

আন্তর্জাতিক ডেস্ক

মস্তিষ্কে অস্ত্রোপচারের এক সপ্তাহ পরেও প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। সোমবার (১৭ আগস্ট) দিল্লির সেনা হাসপাতাল মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল। তাঁকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে। গত সোমবার প্রণববাবুকে হাসপাতালে ভর্তি করার পরে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়। তার পরে তিনি গভীর কোমায় চলে যান। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন