প্রতিশোধ নিতে সাপকে কামড়ে মেরে ফেললেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

বিষধর সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর তো হরহামেশা পাওয়া যায়। তবে সাপ কামড় দেওয়ার পর বদলা নিতে এক ব্যক্তি যা করলেন তা শুনলে অবাক হবেন বৈকি। কারণ রাগ করে সাপকেই কামড় দিয়ে মেরে ফেলেছেন তিনি!

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উড়িষ্যার জয়পুর জেলার গামভারিপাতিয়া গ্রামের কিশোর বান্দ্রা নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় সময় বুধবার রাতে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার সময় একটা সাপ তাকে পায়ে কামড় দেয়। টর্চ জ্বেলে সাপটিকে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে বাদলা নিতে ওই সাপটি ধরে বেশ কয়েকবার কামড় দেন কিশোর।

পরে মৃত সাপ নিয়ে বাড়ি ফিরে স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলেন তিনি।

সাপের কামড় খেয়েও শারীরিক কোনো অসুবিধা বোধ করছেন না কিশোর। তবে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও গ্রাম চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন