Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আগে চেয়ে ভাল আছেন প্রণব

আন্তর্জাতিক ডেস্ক

আগে চেয়ে ভাল আছেন প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে দেশ জুড়ে উদ্বেগের মধ্যে রবিবার এমনটাই জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। খুব শীঘ্র তাঁর বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন।

এখনও ভেন্টেলেটরেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তবে তাঁর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল বলে জানিয়েছেন অভিজিৎ। এ দিন টুইটারে তিনি লেখেন, ‘‘গতকাল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম। ভগবানের কৃপায় এবং আপনাদের শুভকামনায় আগের চেয়ে অনেক ভাল এবং স্থিতিশীল রয়েছেন উনি।’’

অভিজিতের কথায়, ‘‘ওঁর ভাইটাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন উনি। আমাদের দৃঢ় বিশ্বাস, খুব শীগ্র আবার আমাদের মধ্যে ফিরে আসবেন উনি। আপনাদের সকলকে ধন্যবাদ।’’

অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইট।

সোমবার থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণববাবু। এ দিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। ওঁর ভাইটাল এবং ক্লিনিক্যাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল রয়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন উনি। প্রাক্তন রাষ্ট্রপতির কো-মর্বিডিটিও রয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন উনি।’’

গত ৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। পর দিন সকালে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে কোভিড সংক্রমণও ধরা পড়ে তাঁর। সেই অবস্থাতেই মাথায় অস্ত্রোপচারের হয় এবং ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। সেই থেকে এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন