সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বাড়ছে উত্তেজনা, ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, তার দেশে ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত। একইসঙ্গে তিনি তেহরানকে ‘বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে গানতেজের কাছে জানতে চাওয়া হয়, ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যা’।

গানতেজ বলেন, ‘ইরান বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। এর জন্য আমাদেরকে ভবিষ্যতে একাধিক ফ্রন্টে লড়াইয়ের সক্ষমতা উন্নয়ন করতে হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আরব সাগরে ওমান উপকূলে ইসরায়েলি তেল ট্যাংকার প্রাণঘাতী হামলার শিকার হয়। ওই হামলায় দু’জন ক্রু নিহত হয়। এর পেছনে ইরান জড়িত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন