ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবে ২৪ জনের প্রাণহানি, নিখোঁজ ৩১

আন্তর্জা‌তিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার জাহাজ ডুবে কমপক্ষে ২৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩১ জন।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায় প্রবল ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় জাহাজটি। পরে উদ্ধারকারীরা ২৪ জনের মরদেহ উদ্ধার করে।

জাহাজটি যখন ডুবে তখন দুটি নৌকা এবং মাছ ধরার জাহাজ সাগরের কাছাকাছি অবস্থান করছিল। অতিরিক্ত খারাপ আবহাওয়ার সতর্কবার্তার খবর পাঠানো হয়। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

ইন্দোনেশিয়ার তল্লাশি এবং উদ্ধার বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্ধার অভিযান আরও তিন দিন চলবে। তবে আজ বুধবার আবহাওয়ার পরিস্থিতি অবনতি হওয়ায় এই উদ্ধারকাজ ব্যাহত হতে পারে। একটি হেলিকপ্টার, প্লেন এবং বেশ কয়েকটি জাহাজ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার তল্লাশি এবং উদ্ধার বাহিনী।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন