ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। এবারের ২২তম আসর শনিবার (৪ জুন) আরব আমিরাতে বসেছিল। এবার সেরার শিরোপা ভিকি ও কৃতীর মাথায়। এক ঝলকে রইল এই বছরের ‘আইফা অ্যাওয়ার্ডস’-এর উইনার্স লিস্ট (winners list)।
IIFA অ্যাওয়ার্ডস ২০২২, সেরার তালিকা :
১. সেরা অভিনেতা (পুরুষ): ভিকি কৌশল ‘সর্দার উধম’ ছবির জন্য
২. সেরা অভিনেত্রী (মহিলা): কৃতী শ্যানন ‘মিমি’ ছবির জন্য
৩. নেপথ্য গায়ক: ‘রাতা লম্বিয়া’ গানের জন্য জুবিন নওটিয়াল
৪. নেপথ্য গায়িকা: ‘রাতা লম্বিয়া’ গানের জন্য আজিজ কৌর
৫. সেরা লিরিক্স: ‘৮৩’ ছবির ‘লেহরে দো’ গানের জন্য কৌসর মুনির
৬. সঙ্গীত পরিচালক: এ আর রহমান ও ‘শেরশাহ’ ছবির সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচী, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মন্ত্রোস, বি প্রাক, জানি
৭. সেরা নবাগত অভিনেতা: আহান শেট্টি ‘তড়প’ ছবির জন্য
৮. সেরা নবাগত অভিনেত্রী: শর্বরী ওয়াঘ ‘বান্টি অউর বাবলি ২’ ছবির জন্য
৯. সেরা গল্প (প্রকৃত): অনুরাগ বসু ‘লুডো’ ছবির জন্য
১০. সেরা গল্প (গৃহীত): ৮৩
১১. সেরা সহ অভিনেতা: ‘লুডো’ ছবির জন্য পঙ্কজ ত্রিপাঠি
১২. সেরা সহ অভিনেত্রী: ‘মিমি’ ছবির জন্য সাই তামহাঙ্কর
১৩. সেরা পরিচালক: ‘শেরশাহ’ ছবির জন্য বিষ্ণু বর্ধন
১৪. সেরা ছবি: ‘শেরশাহ’
খুলনা গেজেট/ আ হ আ