Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা-খুলনা সড়কের বেহাল দশা নিয়ে পাঠকের খোলা চিঠি

মো: আরাফাত হোসেন

সাতক্ষীরা টু খুলনা যোগাযোগের একমাত্র সড়কটির বেহাল দশা জনগণের ভোগান্তির চরম পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করার কারণে সড়কের মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ইদানিং সড়কটিতে দুর্ঘটনার মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এমন কোনো দিন নেই যেদিন কোনো না কোনোভাবে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে না। অটো উল্টে গিয়ে যাত্রী আহত হওয়ার মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। বর্ষার এই সময়ে রাস্তার মাঝে সৃষ্ট হওয়া গর্তে পানি জমে এই ধরণের দুর্ঘটনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি যানজট মারাত্মক আকার ধারণ করেছে এই সড়কে। এমতাবস্থায় সড়কটির সংস্কার কাজ দ্রুত সময়ে শুরু করে জনগণের ভোগান্তির উপশম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক : শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন