Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনার রণাঙ্গনে গোলাম রব্বানী

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার পাইকগাছা থানার মহারাজপুর ইউনিয়নে, মাদারবাড়িয়া গ্রামে ১৯৫২ সালের ৩ জুন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- মোঃ আব্দুল জব্বার সানা, মাতা- মৃত আজিজুন্নেছা, স্ত্রী- মিসেস রোকেয়া খানম।

তিনি বামিয়া প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণি পাস করার পর শ্যামনগর থানার কাশিমাড়ি আইডিয়াল স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৯ সালে এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে দেশ স্বাধীনের পর খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে ১৯৭২ সালে এইচ,এস,সি পরীক্ষায় পাস করেন এবং ঐ একই কলেজ থেকে ১৯৭৪ সালে বি,এ ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে এম,এ শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৭৭ সালে এম,এ ডিগ্রি লাভ করেন।

তিনি উচ্চ ডিগ্রি লাভ করেন মূলত দেশ স্বাধীনের পর। এস,এস,সি পাস করেই চলে যান মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের এপ্রিল মাসের প্রথম দিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ পূর্বক প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত গমন করেন। সেখানে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে বড়দলের হেতালবুনিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করেন। এরপর চাপড়া, আশাশুনি, কেয়ারগাতি, কপিলমুনি বারবাড়িয়া এবং সর্বশেষ খুলনার গল্লামারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে যুদ্ধে সাফল্য অর্জন করেন।

পরবর্তী জীবনে তিনি গোবিন্দপুর গাজী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে অবসর জীবন-যাপন করছেন। তিনি ৬ সন্তানের জনক।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন