Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনার রণাঙ্গনে আশরাফ উল আলম টুটু

নিজস্ব প্রতিবেদক

নগরীর দোলখোলা এলাকার শীতলাবাড়ী রোডে ১৯৫৪ সালের ৬ অক্টোবর জন্ম। পিতা আব্দুর রাশেদ ও মাতা মৃত সুফিয়া খাতুন। তিনি খুলনা খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ম্যাকানিক্যাল) পাশ করেন। চার ভাই বোনের মধ্যে তিনি বড়।

৬৯’র গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। খুলনা শহরে পাকসেনাদের অবস্থান বৃদ্ধি পেলে তিনি ভারতে চলে যান। বশিরহাটে বিএলএফ ক্যাম্পে রিক্রুট হয়ে দেরাদুন মিলিটারি একাডেমিতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে তার সফলতা দেখে ক্যাম্প কর্তৃপক্ষ তাকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেন। তার সহ-প্রশিক্ষণার্থী ছিলেন হাসানুল হক ইনু ও তৌফিক উদ্দিন আহম্মেদ।

স্বাধীনতার পরে তিনি একজন সফল এনজিও সংগঠক হিসেবে উপকূলীয় পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখেন। ১৯৮২-৯০ স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে প্রথম দিকে ১৫ দলীয় ঐক্যজোট পরবর্তীতে ৫ দলীয় জোটের শীর্ষ নেতা হিসেবে সাহসী ভূমিকা পালন করেন।

২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন