Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আপন গতিতে এগিয়ে চলুক খুলনা গেজেট

শেখ আশরাফ উজ জামান

আজকে তথ্য প্রযুক্তির এই আধুনিকায়নে খুলনা গেজেট আপন গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে খুলনাবাসী তথা ঢাকাসহ সারাদেশে এই অঞ্চলের বসবাসকারী মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। খুলনা গেজেট তিন বছরে পদ্মাসেতু থেকে শুরু করে এ অঞ্চলের উন্নয়নে তাদের লেখনি অনেক এগিয়ে নিচ্ছে। এই অঞ্চলের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, সরকারের রাজস্ব বৃদ্ধিতে খুলনা গেজেটের সংবাদ অনেক ভূমিকা রাখছে।

পদ্মাসেতুকে অর্থনৈতিকভাবে এই অঞ্চলে যেসব অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে তার অন্যতম পদ্মা রেলসেতু বেজেরডাঙ্গা হয়ে খুলনা আসবে। একইসঙ্গে খুলনা বিমানবন্দর, গ্যাস সরবরাহসহ ইকোনমিক জোন দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। খুলনা গেজেট খুলনাবাসীর সকল দাবির তুলে ধরবে। আজকের এই দিনে খুলনা গেজেটের প্রতি শুভ কামনা রইলো।

লেখক: সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন