শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বয়সকে সংখ্যায় আটকে রাখা মাধুরী

বিনোদন ডেস্ক

মাধুরী দীক্ষিত নেনে। বয়স ৫৪। বয়সটা যে কেবল সংখ্যাতে আটকে রাখতে সক্ষম হয়েছেন তিনি তা তার সম্প্রতিকালের পোস্ট করা বিভিন্ন ছবি দেখেই অনুমান করা যায়। এখনও তার নাচের জাদু বিমোহিত করে কোটি দর্শকের হৃদয়।

মাধুরী এখন ‘ডান্স দিওয়ানে’ নামে রিয়্যালিটি শোয়ের বিচারক। দেশের যে কোনও রিয়্যালিটি শোয়ে নাচের বিচারক হিসেবে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া স্টার। একদিকে প্রতিযোগীদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন, মঞ্চে গিয়ে অক্লেশে তাদের সঙ্গে নাচ করেন, যাকে কুর্নিশ জানান তার সহ অভিনেতারাও।

‘ডান্স দিওয়ানে’ শুটিংয়ের ফাঁকে নিজের সোশ্যাল মিডিয়া পেজের জন্য শুট করেন এ নায়িকা। কখনও তা ডিজাইনারদের পোশাকের জন্য, কখনও বা ফ্যানদেরও তার ব্যক্তিগত জীবনের খানিকটা ঝলক দেন মাধুরী।

‘দিদি তেরা দেবর দিওয়ানা’, ‘হম আপকে হ্যায় কৌন’ ছবির গানে একটা চোলি কাট ব্লাউজ পরেন মাধুরী, যা নিয়ে গোটা দেশে আলোচনা শুরু হয়। বিয়ের মৌসুমে তা হয়ে দাঁড়ায় স্টাইল স্টেটমেন্ট। এতো বছর পর সেরকমই একটা চোলি কাটের ব্লাউজ পরলেন আর তা শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন