Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবরী

বিনোদন ডেস্ক

করোনাভাইরাস আক্রান্ত সারাহ বেগম কবরী। করোনা আক্রান্ত হওয়ায় সোমবার (৫ এপ্রিল) তাঁকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নূর উদ্দিন বলেন, ‘গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন তিনি’।

উল্লেখ্য, ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর। ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘অনির্বাণঃ, ‘দীপ নেভে নাই’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন