Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ক্যাটরিনার করোনা পজিটিভ!

বিনোদন ডেস্ক

এবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এলো। বলিউডে গুঞ্জন, দীর্ঘদিন ধরে ভিকি কুশলের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা। গতকালই ভিকি জানান, তিনি করোনা পজিটিভ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা জানিয়েছেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। এখন তিনি নিভৃতবাসে রয়েছেন। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন করোনার নমুনা পরীক্ষা করান, সেই অনুরোধও করেছেন নায়িকা।

ক্যাটরিনা আরও জানিয়েছেন, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব বিধি মেনে চলছেন। ভক্তদের নিরাপদে থাকতে ও যত্নশীল হওয়ার আহ্বানও জানান ক্যাটরিনা।

গত ৪ এপ্রিল বলিউড সুপারস্টার অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হন। তিন দিন আগে আলিয়া ভাটের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। এ ছাড়া কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন