Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হাসপাতালে কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক

করোনায় আক্রান্ত পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার করোনা ইউনিটে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ৬ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ। তবে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সাধারণ কেবিনেই কাজী হায়াতের চিকিৎসা চলছে। এর আগে ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নিয়েছেন আলোচিত এই পরিচালক।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন