Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘‌ভণ্ডামি’ বলে আমির খানের সোশ্যাল মিডিয়া ত্যাগ!

বিনোদন ডেস্ক

রবিবার ৫৬তম জন্মদিন পালন করেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে খ্যাত আমির খান। এরপর সোমবারই বড় সিদ্ধান্তের কথা জানালেন এই তারকা। তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করেছেন। খবর সংবাদ প্রতিদিনের।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম– সর্বত্র একই পোস্ট দিয়ে আমির লিখেছেন, জন্মদিনে আমাকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমার মন ভরে গিয়েছে। আরেকটা খবর আছে, এটাই সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় আমি একটু বেশিই সক্রিয়, তাই আমি এই ভণ্ডামি ত্যাগ করছি।

তিনি আরও লিখেছেন, আমরা আগে যেভাবে যোগাযোগ রাখতাম সেভাবেই রাখব। আরেকটি কথা, আমির খান প্রোডাকশনস একটি অফিশিয়াল চ্যানেল শুরু করেছে! ভবিষ্যতে সেখানে আমার ও আমার সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন