Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আজ রাতে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক

প্রতিবারের মত এই ঈদেও প্রচারিত হচ্ছে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। আজ ঈদের ২য় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’।

ড. মাহফুজুর রহমানের গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রথম প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদেও প্রচার হয়েছে সংগীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

সেই ধারাবাহিকতায় গত বছর প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং ‘একইতো আকাশ দেখি’। এ বছর ঈদ উল ফিতরে প্রচার হয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।

এবার ঈদেও থাকছে ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন