Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভাঙা হচ্ছে এফডিসি, প্রস্তুত কবিরপুরের ফিল্ম সিটি

বিনোদন ডেস্ক

করোনাকালেই ভাঙা শুরু হয়েছে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলা হচ্ছে।

এফডিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ ও ৪ নম্বর ফ্লোরের স্থানে গড়ে উঠবে ১৫ তলা বাণিজ্যিক ভবন, যে ভবনে থাকবে আধুনিক শপিং মল ও সিনেপ্লেক্স।

নতুন এই প্রজেক্টের সহকারী পরিচালক হিসেবে আছেন আইয়ুব আলী। তিনি বলেন, গত ৫ জুলাই থেকে ভবন ভাঙার কাজ শুরু করেছে শ্রমিকরা। এখানে বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অনেক আগের। মন্ত্রণালয়ে পাস হওয়ার পর সম্প্রতি ভাঙার কাজ শুরু হয়েছে।

এদিকে কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটি এখন শুটিং করার উপযুক্ত বলেও জানান আইয়ুব। তিনি বলেন, এফডিসির এই ৩ ও ৪ নম্বর ফ্লোর ভাঙার কারণে শুটিংয়ের কোনো সমস্যা হবে না। চাইলে কবিরপুর গিয়ে শুটিং করতে পারবেন।

তবে নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানান আইয়ুব আলী।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন