বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

করোনায় আক্রান্ত রণবীর

বিনোদন ডেস্ক

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মঙ্গলবার সকালে বি-টাউনে এ খবর চাউর হতেই চিন্তায় পড়ে যান রণবীর কাপুর ভক্তরা।

জিনিউজের খবরে বলা হয়, শারীরিক অসুস্থতাবোধ করার পর থেকেই অভিনেতা রণবীর নিজেকে মুম্বইয়ের ফ্ল্যাটে কোয়ারেন্টাইনে রেখেছেন।

ছেলের শারীরিক পরিস্থিতির নিয়ে মা নীতু কাপুর ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, রণবীর কাপুর করোনায় আক্রান্ত। ছেলে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় সুরক্ষাবিধিই অবলম্বন করছেন রণবীর। তার শরীর ভালো নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, খুব একটা শারীরিক অসুবিধে নেই রণবীরের। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারবেন রণবীর।

উদ্বিগ্ন অনুরাগীদের থেকে আসা ক্রমাগত আরোগ্যবার্তার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছেন নীতু কাপুর। তবে কীভাবে কোভিড সংক্রমণ ঘটল, সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি কাপুর পরিবারের তরফে।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন