Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্বশুর-শাশুড়ি হচ্ছেন মৌসুমী-ওমর সানি দম্পত্তি

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়। বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক। এরপর তা বিয়েতে গড়ায়। তাদের সংসার আলো করে আসে পুত্র ফারদিন ও কন্যা ফাইজা।

এবার শাশুড়ি হতে যাচ্ছেন মৌসুমী আর শ্বশুর ওমর সানি। চলতি মাসেই এই দম্পতির একমাত্র পুত্র ফারদিনকে বিয়ে দিচ্ছেন তারা। বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি বলেন—ওমর সানি-মৌসুমীর হবু বউমা কানাডা প্রবাসী। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেশন সেন্টারে ধুমধাম করে একমাত্র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা।

এ বিষয়ে কথা বলতে ওমর সানির সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। কিন্তু এখনই এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন ওমর সানি।

বেশ আগে ফারদিন পরিচালনায় নাম লেখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। তাছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। রেস্তোরাঁ ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন