Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বুড়ো হয়ে গেলেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক

ভাইরাল হল রণবীর কাপুরের ছবি। যেখানে এক মাথা টাক নিয়ে ছবি শেয়ার করতে দেখা যায় নায়ককে। একটি বিজ্ঞাপনের প্রয়োজনেই নতুন লুকে হাজির হন রণবীর। নিজস্ব কোনও সোশ্যাল হ্যান্ডেল নেই। তবে তার ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ওই ছবি। এই নায়কের টাক মাথার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। হঠাৎ করে রণবীরের টাক মাথার ছবি দেখে অবাক হয়ে যান অভিনেতার ভক্তরা। যদিও রণবীর এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

পাশাপাশি তিনি যে কোনও ছবির জন্য টাক হননি, শুধুমাত্র বিজ্ঞাপনের জন্যই নতুন লুকে হাজির হন, তা দেখেও অবাক হয়ে যান নেট জনতা। সম্প্রতি শামসেরার শুটিং শেষ করেন রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের পর শামসেরার শুটিং নিয়ে মেতে ওঠেন রণবীর। এই সিনেমায় বাণী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন আর কে।

বর্তমানে রণবীর কাপুরের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘ব্রহ্মাস্ত্র’। এতে তার বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘শমশেরা’ ও লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন