Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাকিস্তানে নয়া ঐশ্বরিয়ার আবির্ভাব!

বিনোদন ডেস্ক

‘লাকি, নো টাইম ফর লাভ’ সিনেমার নায়িকা স্নেহা উলালের কথা মনে আছে? সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে বলে সে সময় আলোচনার কেন্দ্রে ছিলেন স্নেহা। এবার নতুন স্নেহার দেখা মিলল পাকিস্তানে! মানেটা হলো, হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে এক নারীর দেখা মিলল ভারতের প্রতিবেশী দেশটিতে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে সেই পাকিস্তানি নারীর নাম আমনা ইমরান, যিনি এরই মধ্যে অন্তর্জালে ঝড় তুলেছেন। তাঁকে নিয়ে খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো। আমনা একজন বিউটি ব্লগার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। আমনা বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন, যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘দেবদাস’ ও ‘মহাব্বতেইন’ সিনেমার দৃশ্য যুক্ত করা হয়েছে।

অবশ্য ঐশ্বরিয়ার মতো দেখতে আরও বেশ কয়েক জন আলোচনায় এসেছিলেন। তাঁদের মধ্যে মানসী নায়েক, অম্মুজ অম্রুতা ও মাহলাঘা জাবেরি অন্যতম। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলো আমনা ইমরানের নাম।

আমনার অন্তর্জালে ঢুঁ মারলে দেখা যাবে, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে অনুসরণ করেন তিনি। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমার ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বরিয়া ঠিক যেমনটি সেজেছিলেন, তেমনই লাগছে তাঁকে।

মজার ব্যাপার হলো, আমনার ছবি ভাইরাল হওয়ার পর নেটনাগরিকদের একাংশ তাঁকে কুমন্তব্য করেছেন। তাঁদের মত, প্লাস্টিক সার্জারি করে ঐশ্বরিয়ার মতো লুক ধারণ করেছেন তিনি। অবশ্য কটাক্ষের শিকার হয়েও শান্ত আমনা উল্টো বলেছেন, ভালোবাসা ও ইতিবাচকতার জন্য মন্তব্যকারীদের ধন্যবাদ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন