Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঈদে শামীম জামানের এক ডজন নাটক

বিনোদন ডেস্ক

মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা শামীম জামান। অভিনয়ের পাশাপাশি টিভি নাটক পরিচালনা ও প্রযোজনা করছেন তিনি। প্রতিবছর ঈদে তার অভিনীত ও পরিচালিত একাধিক নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়ে থাকে। এবারের ঈদে তার এক ডজন নাটক থাকছে। পরিচালনার পাশাপাশি এসব নাটকে অভিনয়ও করেছেন তিনি।

ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ঢাকাইয়া জিম’, ‘মামলাবাজ জামাই’ ও ‘পাবলিক ফিগার’। চ্যানেল নাইন-সিডি চয়েসে ‘সাইকেল মেকার’, দীপ্ত টিভি-সিডি চয়েসে ‘পেইনফুল’, শরৎ টেলিফিল্মে ‘ক্ষমতাবান’ ও ‘বুদ্বিমান চোর’, বাংলাভিশন- লাইভ টেকনোলজিসে ‘কন্ট্রাক’, এনটিভিতে ‘টাম কাড’, দীপ্ত টিভি-সিডি চয়েসে ‘প্রতিবেশীকে ভালোবাসো’, হিয়া মাল্টিমিডিয়ায় ‘শ্বশুর বাড়ি লকডাউন’, আরটিভিতে ‘ছোট মিয়া বড় মিয়া’ নাটকগুলো প্রচার করা হবে।

শামীম জামান বলেন, ‘করোনা সংক্রমণের কারণে রোজার ঈদে কাজ করতে পারিনি। এবারের ঈদের বেশকিছু নাটক টেলিফিল্মের কাজ করেছি। প্রত্যেকটি নাটকের গল্পে ভিন্নতা রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন