Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সৃজিতের সিনেমায় তাহসান!

বিনোদন ডেস্ক

একসঙ্গে রেডিও শোতে হাজির হচ্ছেন দুই বাংলার আলোচিত জুটি সৃজিত-মিথিলা। তানভীর তারেকের সঞ্চালনায় জাগো এফএমের ‘রাতাড্ডা’ অনুষ্ঠানে অংশ নিবেন তারা। গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর তারেক।

টানা ২ ঘণ্টার এই অনুষ্ঠানে সৃজিত-মিথিলার জীবনের নানান গল্পে উঠে আসবে। পরিচয়, প্রেম, বিয়ে, ক্যারিয়ার, নানা সমালোচনার জবাব ও ভবিষ্যৎ পরিকল্পনাও জানাবেন এ জুটি। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হবে ২২ ফেব্রুয়ারি রাত ১০টায় জাগো এফএম এবং তানভীর তারেকের ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ-এ।

এদিকে তাহসানের সঙ্গে কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সৃজিত। যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে ‘রাতাড্ডা’ শো থেকে। এক প্রশ্নের উত্তরে সৃজিত বলেন, তাহসানকে নিয়েও গল্প লিখতে পারি। তবে গান নিয়ে কাজ হবে শিগগিরই। আগামী কোনো সিনেমায় তাহসানের গান থাকছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন