Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিয়ের পিঁড়িতে গায়িকা কর্ণিয়া

বিনোদন ডেস্ক

বিয়ে পিঁড়িতে বসলেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। গতকাল সোমবার (২৭ জুলাই) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে।

এ প্রসঙ্গে কর্ণিয়া গণমাধ্যমকে বলেন, গান করতে গিয়েই নাবিল আর আমার পরিচয়। এরপর আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। যখন মনে হলো আমরা একে অপরের সঙ্গে সারাজীবন থাকতো পারবো, তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। গতকাল পারিবারিকভাবে আমাদের আক্দ হয়েছে।

এই গায়িকা আরো জানান, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে জাঁকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করবেন।
এদিকে নাবিল এসএস ব্যান্ডের প্র‌তিষ্ঠাতা। ক‌র্ণিয়ার সঙ্গে অনেকদিন ধরেই মিউ‌জিক করছেন। এছাড়াও তিনি আর্ক ও প্রমিথিউসসহ বেশকিছু ব্যান্ডের সঙ্গে কাজ করছেন।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন