Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অবশেষে মুক্তি পাচ্ছে ‘পাপ পূণ্য’

বিনোদন ডেস্ক

ঢালিউডে অন্যতম প্রতীক্ষিত ছবি ‘পাপ পূণ্য’। মনপুরা-খ্যাত গিয়াস উদ্দিন সেলিমের নির্মাণটির অনেক দিন ধরে আলোচনায় রয়েছে। এই ছবির মাধ্যমে শেষ হচ্ছে তার ‘লাভ ট্রিলজি’। নতুন খবর হলো, ছবিটি মুক্তিতে কোনো বাধা নেই। সম্প্রতি পেয়েছে সেন্সর বোর্ডের ছাড়পত্র।

সংবাদমাধ্যমকে সেলিম বলেন, “একরকম কর্তনহীন আমার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটা আমার ও আমার সিনেমার শিল্পীদের জন্য সুসংবাদ।” আরও জানান, চলতি বছরের মাঝামাঝিতে ‘পাপ পূণ্য’ মুক্তি পেতে পারে।

মুক্তির প্রস্তুতি প্রসঙ্গে বলেন, “এটি মুক্তির আগে কয়েক মাস প্রচারের জন্য সময় দরকার, যাতে দর্শকরা সিনেমাটি সম্পর্কে ভালো মতো জানতে পারেন।”

‘পাপ পুণ্য’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, মামুনুর রশীদ, আফসানা মিমি, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবুসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সেলিমের সর্বশেষ ও দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পায় ২০১৮ সালে। অভিনয় করেন পরী মনি ও ইয়াশ রোহান। বর্তমানে তার হাতে রয়েছে সরকারি অনুদানের ছবি ‘কাজল রেখা’। প্রায় এক যুগ আগে এ ছবির পরিকল্পনা করেন গিয়াসউদ্দিন সেলিম। এ ছাড়া ‘অপারেশন জ্যাকপট’ নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটি চলচ্চিত্রের ঘোষণা এলেও আপাতত নতুন কোনো খবর নেই।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন