Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মধ্যরাতে গান ছাড়ার ঘোষণা নোবেলের

বিনোদন ডেস্ক

কলকাতার সা রে গা মা পা খ্যাত বাংলাদেশী গায়ক মাইনুল আহসান নোবেল সোমবার মধ্যরাতে গান ছাড়ার ঘোষণা দিয়ে পোস্ট করেছিলেন ফেসবুকে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে সেই পোস্ট তার পেজে আর পাওয়া যায়নি।

পোস্টে নোবেল লিখেছেন, ‘দীর্ঘ ১১ মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্ট্যাটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়েই দেবো। এতেই তো তোমরা খুশি? তবে তা-ই হোক। ভালো থেকো বাঙ্গালী।’

ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন। কিন্তু সংগীত ক্যারিয়ারের শুরুতেই নানা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন নোবেল।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন