বাংলাদেশি লেখকের গল্পে অস্কারজয়ী জুলিয়া রবার্টস-ডেনজেল

বিনোদন ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত লেখক রুমান আলমের উপন্যাস থেকে নেটফ্লিক্স তৈরি করেছে আরো একটি বড় বিনিয়োগের চলচ্চিত্র- ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। এ ছবিতে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেতা-অভিনেত্রী ডেনজেল ওয়াশিংটন ও জুলিয়া রবার্টস। এ বছরই উপন্যাসটি হরপারক্লিনস পাবলিকেশন ইমপ্রিন্ট থেকে প্রকাশিত হয়। বইটি বেশ সমাদৃতও হয়েছে। এর আগেও এই লেখকের আরো দুটি উপন্যাস বাজারে এসেছে।
‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক হিসেবে আছেন রুমান। জানা যায়, এর গল্প গড়ে উঠেছে দুটি পরিবারকে কেন্দ্র করে। যারা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো স্থানে ছুটি কাটাতে যায়। কিন্তু ভয়ঙ্কর এক ভুলের ফাঁদে পা দিয়ে ফেলে।
নতুন এ ছবিটি পরিচালনা করছেন সাইবার সিকিউরিটি থ্রিলার সিরিজ ‘মি. রোবট’-এর পরিচালক স্যাম এসমাইল। যার সহপ্রযোজক ছিলেন ওয়াশিংটন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন