Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নাট্যকার মান্নান হীরা আর নেই

বিনোদন ডেস্ক

নন্দিত নাট্যব্যক্তিত্ব মান্নান হীরা আর নেই। আজ বুধবার রাত সাড়ে ৮টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নাট্যকার এজাজ মুন্না।

মান্নান হীরা ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি। এর আগে তিনি আরণ্যক নাট্যদলের দলীয় প্রধানের দায়িত্ব পালন করেন এবং নাট্যকার সংঘের প্রথম সভাপতি ছিলেন।

মান্নান হীরা সরকারি অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন