Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার হিন্দি গান গাইলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় আসছেন ভাইরাল যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে হইচই পড়ে যায়। তারই ধারাবাহিকতায় ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও সেই গান তাকে বিতর্কিতই করেছে।

মামলাও খেয়েছেন ‘বাবু খাইছো’ গানে নকলের অভিযোগে। তবে কোনো বিতর্ক-প্রতিবন্ধকতাতেই তিনি যেন থেমে থাকার পাত্র নন। এগিয়ে চলেছেন আপন মনে, আপন গতিতে। একের পর এক গান প্রকাশ করেই চলেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

সেই ধারাবাহিকতায় এবার তিনি গেয়ে ফেললেন একটি হিন্দি গান। আর সেই গানের স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন ইউটিউবে।

সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘আজা ম্যারে পাস’। এর সংগীতায়োজন করেছেন মম রহমান। গানটি এরইমধ্যে ৫০ হাজারেরও বেশি ভিউ পেয়ে গেছেন ভাইরাল যুবক হিরো আলম।

গানটির শুরুতে হিরো আলম ভিডিওতে বলেন, ‘আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!’

গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এরপর তিনি উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও ইঙ্গিত দেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন