Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নেহা কক্করের মা হওয়ার বিষয়টি ‘পাবলিসিটি স্টান্ট’

বিনোদন ডেস্ক

সহজ বিষয়টিকেও রহস্য করে উপস্থাপন করে আলোচনায় থাকতে পছন্দ ভারতীয় গায়িকা নেহা কক্করের। বিয়ে ও মা হওয়ার খবরকেও ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে ব্যবহার করলেন তিনি। মানে বিয়ে থেকে গর্ভধারণ, সব কিছুই গানের প্রচারণায় ব্যবহার করছেন নেহা। এর আগে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের ছেলের সঙ্গে বিয়ের খবর যখন চারদিকে চর্চিত হচ্ছিলো তখনই জানা গেলো সেটা ছিলো নেহার ‘পাবলিসিটি স্টান্ট’।

সম্প্রতি একই কৌশল প্রয়োগ করলেন তিনি। এবার বেবি বাম্বের ছবি পোস্ট করে নিজের গানের প্রচারণা চালালেন নেহা।

শুক্রবার নেহা স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। সেখানে বেবিবাম্প দেখা যাচ্ছিল তার। এরপর থেকে গুঞ্জন শুরু হয়, বিয়ের দুই মাসের মাথাতেই মা হচ্ছেন নেহা। নেহা সেই ছবিতে ক্যাপশন দেন ‘খেয়াল রক্ষা কর।’ আর এই ছবির নিচে নেহার স্বামী রোহনপ্রীত এসে সিং মন্তব্য করেন, ‘এখন তোমাকে অতিরিক্ত যত্ন নিতে হবে।’

এটাও ছিলো নেহার পাবলিসিটি স্টান্ট। শনিবার এক পোস্টে নেহা পরিস্কার করলেন বিষয়টি। জানালেন, ‘খেয়াল রক্ষা কর’ শিরোনামে নতুন গান ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার। স্বামী-স্ত্রীর এই গানটি গীতিকার বাবুর কথায় সুর করেছেন রজত নাগপাল।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন