Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মা-বাবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কারিনা

বিনোদন ডেস্ক

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন কারিনা কাপুর খান। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হন কারিনা। সেখানেই রণবীর কাপুর এবং ববিতা কাপুরের সম্পর্ক নিয়ে মুখ খোলেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

কারিনা বলেন, তার বাবা-মা হয়ত সব সময় এক ছাদের নীচে থাকেন না কিন্তু প্রয়োজন পড়লে, তারা এক হয়ে যান। একযোগে সিদ্ধান্ত নেন। বছরের ৩৬৫ দিন তার বাবা-মা একসঙ্গে থাকেন না কিন্তু তারা একে অপরের খুব ভাল বন্ধু। তাই কারিশমা এবং তার জীবনে মা-বাবা দুজনের অবদানই অনস্বীকার্য বলে জানান বেগম সাহেবা। যদিও তাদের অনেক ছোটবেলাতেই বাবা-মা আলাদা থাকবেন বলে সিদ্ধান্ত নেন।

ফলে মা ববিতা কাপুর প্রায় একা হাতেই তাদের দুই বোনকে বড় করে তুলেছেন বলে জানান কারিনা। মা তার জীবনে ছায়ার মতো। এমন কোনও সিদ্ধান্ত নেই যেটা তিনি তার মায়ের সঙ্গে আলোচনা করে নেন না। মা সব সময় তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জীবনে শিরদাঁড়ার কাজ করেন ববিতা কাপুর। এমনও জানান কারিনা। মা যেমনই হোন না কেন, বাবা রণধীর কাপুরের ভূমিকাও তাদের জীবনে অনন্য। বাবা কোনওদিন তাদের কোনও নির্দেশ দিয়ে সরে গিয়েছেন কঠিন কাজ থেকে, এমন নয়। বাবা সব সময় তাদের সমর্থন করেছেন। নিজের সিদ্ধান্ত কখনও তাদের দুই বোনের উপর চাপিয়ে দেননি। উল্টো সব সময় তাদের সিদ্ধান্ত এবং মনোভাবকে গুরুত্ব সহকারে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কারিনা।

রণবীর কাপুর, ববিতা কাপুর বহু বছর ধরে আলাদা থাকলেও, মেয়েদের জন্য সব সময় একযোগে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের শিরদাঁড়া হয়ে হাজির হয়েছেন বলে জানান কারিনা কাপুর খান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন