বলিউড তারকা ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন আজ (১৯ নভেম্বর) পা রাখলেন ৫০ বছরে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী এখনো অবিবাহিত। কেন তিনি বিয়ে করেননি—এ নিয়ে বহুদিন ধরেই রয়েছে নানা আলোচনা। তবে এ প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন তিনি বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে।
সুস্মিতা জানান, তার জীবনের সবচেয়ে বড় চাহিদা স্বাধীনতা। মন থেকে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন তিনি—কারও প্রত্যাশা পূরণ করতে নয়। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে বলেন, এখনো এমন কাউকে পাননি যার সঙ্গে জীবন কাটাতে চান। তার ভাষায়, ভালোবাসার অভাব নেই তার জীবনে; রয়েছে দুই স্নেহময়ী দত্তক কন্যা—রিনি ও আলিশা। তাই বিয়ে না করেও জীবনে কোনো ঘাটতি অনুভব করেন না তিনি।
২০২২ সালে টুইঙ্কেল খান্নাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনবার বিয়ের কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেননি। দাবি করেন, সৃষ্টিকর্তা তাকে ‘ভয়াবহ সম্পর্ক’ থেকে রক্ষা করেছেন। সুস্মিতা আরও বলেন, যাদের জীবনে তিনি এসেছেন, তার সন্তানরা সবাইকে সম্মান করেছে—সন্তানরা কোনো বাধা ছিল না।
বলিউডে রোহমান শল থেকে শুরু করে বিক্রম ভাট, রণদীপ হুদাসহ একাধিক তারকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও কেউই তার জীবনসঙ্গী হননি।
১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়ার পর বলিউডে পা রাখা সুস্মিতা সেন নিজের মতো করেই জীবনযাপন করেন। স্বাধীনচেতা এই নায়িকা জানিয়েছেন—বিয়ে না করাই তার জন্য ঠিক সিদ্ধান্ত ছিল, আর এভাবেই তিনি নিজেকে ও সন্তানদের নিয়ে সুখী।

