সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

এবার ছাত্র-জনতাকে রাজাকার আখ্যা দিলেন শাওন

বিনোদন ডেস্ক

শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন ৩২ নম্বর অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশ করা ছাত্র-জনতাকে রাজাকার আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয় দুইটি বুলডোজার। যারা বুলডোজার নিয়ে প্রবেশ করার চেষ্টা করেন তাদেরকে রাজাকার বাহিনী আখ্যা দিয়েছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুকে শাওন লেখেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল!

বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!’

এই পোস্টে শাওন হ্যাশট্যাগ হিসেবে দিয়েছেন #তুই_রাজাকার ও #ধানমন্ডি_৩২।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন